গাজীপুরে লাশ দাফনে এলো না কেউ-দায়িত্ব নিল মানবিক পুলিশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর.নিউজ:
গাজীপুর সদর থানাধীন বাউপাড়া নিবাসী সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট আজিজুল ইসলাম (৬৭) গতকাল রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ০১.০০-০১.৩০ ঘটিকার সময়ে করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিএমএইচ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ রাত ১২.৩০ ঘটিকার দিকে তাঁর নিজ বাসস্থান গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন বাউপাড়া এলাকায় পাঠানো হয়। আজিজুল ইসলামের ০২ (দুই) পুত্র দীর্ঘদিন যাবত কুয়েত ও লেবানন প্রবাসী।
করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ভয়ে লাশ দাফনের জন্য এলাকার কোন লোকজন এগিয়ে আসেনি। এমনকি এ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতেও অস্বীকৃতি জানান। উপায়ন্তর না পেয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া’কে জানানো হলে তিনি তাৎক্ষণিক এএসআই(নিঃ)/রুহুল আমিন এর নেতৃত্বে ঘটনাস্থলে ফোর্স পাঠান এবং ঢাকার কোয়ান্টাম ফাউন্ডেশনকে মৃতদেহ দাফনের জন্য একটি টিম পাঠাতে অনুরোধ করেন। পরবর্তীতে রাত আনুমানিক ০৩.০০ ঘটিকার দিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের টিম ঘটনাস্থলে আসলে থানা পুলিশের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ধর্মীয় অনুশাসন মেনে তাঁর লাশ দাফন করা হয়।
ওসি আলমগীর ভূঁইয়া সাংবাদিকদের জানান, ‘আমরা খবর পেয়েই মৃতের লাশ দাফনের ব্যবস্থা করেছি, এছাড়াও যে কোনও পরিস্থিতিতে আমরা সাধারন মানুষের পাশে থাকব।’
কোন মন্তব্য নেই