• শিরোনাম

    গাজীপুরে সদর থানার উদ্যোগে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান


    মো. মেহেদী হাসান, গাজীপুর:
    নিজেদের বেতন ও ঈদ বোনাসের টাকায় গাজীপুরের প্রায় আড়াই শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী প্রদান করেছেন গাজীপুর নগরীর সদর থানা পুলিশ।

    বুধবার(২০ মে) সদর থানা প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এ সামগ্রী সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরীফুর রহমান, সদর জোনের সহকারী কমিশনার সোহরাব হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া, সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) রাফিউল করিমসহ থানার অন্যান্য অফিসারগণ।

    পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, ‘লকডাউনের এসময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকরা। গাড়ি না চলায় কর্মহীন হয়ে পরেছে পরিবহন শ্রমিকরা, তাই আমাদের অফিসারগণ শ্রমিকদের জন্য পাশে দাড়িয়েছেন।’ এছাড়াও কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘ইতোমধ্যে আমরা গাজীপুরের প্রত্যেক প্রবেশমুখে চেকপোষ্ট বসিয়েছি, কোনো ভাবেই এই ঈদে গাজীপুর থেকে কোনো লোক বাহিরে যেতে দেয়া হবেনা এবং বাহির থেকে কোনো লোক গাজীপুরে আসতে দেয়া হবে না।’

    সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, ‘আমাদের থানার অফিসার ফোর্সগণ আমাদের বেতন ও ঈদের বোনাস থেকে টাকা বাঁচিয়ে পরিবহন শ্রমিকদের এ সহায়তা প্রদান করেছি।’ এসময় ওসি আলমগীর ভূইয়া সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই মহামারীতে আমরা সবসময়ই অসহায়দের পাশে থাকব।’

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad