• শিরোনাম

    গাজীপুর সালনায় যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ


    মো. মেহেদী হাসান, গাজীপুর.নিউজ ডেস্ক:
    গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু’র নির্দেশে সালনা সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের নেতা মতিউর রহমান মতিন এর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । 

    শুক্রবার(২২ মে) নগরীর সালনায় স্থানীয় স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ২ শত পরিবারের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। 

    এই ব্যাপারে মতিউর রহমান মতিন বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলমের অনুপ্রেরণায় ও নগর যুবলীগের যুগ্ন আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু’র নির্দেশে ইতি পুর্বে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এখন পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে আমার এই ক্ষুদ্র প্রয়াস।’

    মতিউর রহমান আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও মাননীয় মেয়র মহোদয়ের উপহার সামগ্রী ও যুবলীগের পক্ষ থেকে শান্ত বাবু ভাইয়ের উপহার সামগ্রী আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় বিতরণ করেছি। আমি ব্যক্তিগত ভাবে সালনা বাসী সহ ২১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বলবো আপনরা ঘরে থাকুন,সামাজিক দূরত্ব বজায় রাখুন।’ তিনি আরো বলেন, ‘আমার নেতা সুমন আহমেদ শান্ত বাবু অনেক অসুস্থ, সকলে কাছে তার জন্য দোয়া করবেন।’

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad